পঞ্চগড়ে তেতুলিয়ায় সড়ক দু্ঘটনায় যুবক নিহত
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ২০:৪০
পঞ্চগড়ে তেতুলিয়ায় সড়ক দু্ঘটনায় যুবক নিহত
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোটরসাইকেলে মোটারসাইকেলে মুখোমুখি সংঘর্ষে নিশাত (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে হারাদিঘী নিউমার্কেট ডাহুক ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নিশাত হলেন উপজেলা বুড়াবুড়ি ইউনিয়নের ডাঙ্গী কালদাসপাড়া গ্রামের বাসিন্দা আমির হামজার ছেলে।


এ সময় গুরুতরভাবে আহত হয়েছেন আরো ২জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্টার নিশাতকে মৃত ঘোষনা করেন। অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।


স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নিশাত তার চাচাতো ভাই মুরসালিনসহ একই মোটরসাইকেলে শালবাহান বাজারে যাচ্ছিল। ডাহুক ব্রীজ এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা আর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।


তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুসা মিয়া, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বলেন, মরদেহ আইনি প্রকৃয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।


বিবার্তা/গোফরান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com