
'আমাকে ছাড়া আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল ৩ টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীপক্ষ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
নারীর এগিয়ে চলা প্রকল্পের আওতায় ও ডিডিএস ফাউন্ডেশন এর সহযোগিতায় অর্ধশতাধিক নারীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি কাউখালী বন্দর প্রদক্ষিণ করে। র্যালির নেতৃত্ব দেন কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, নারীপক্ষের কোষাধ্যক্ষ রেহানা সামদানী কনা, নারীপক্ষের প্রকল্প ব্যবস্থাপক লিপি লিলিয়ান রোজারিও।
র্যালিতে যে স্লোগানগুলো স্থান পায় সেগুলো হলো- জাগো জাগো- বিশ্বনারী জাগো, রাতের বেড়া ভাঙবো- স্বাধীনভাবে চলব, নারীদিবস দিচ্ছে ডাক-নারীর জীবন সুরক্ষা পাক, রাষ্ট্র এবং পরিবারে- সমান হবো অধিকারে, নারীর প্রতি বৈষম্য- মানি না মানবো না, পুরুষের ক্ষমতা- ভেঙে হোক সমতা, সইবো নাকো আমরা আর নারীর দেহে অত্যাচার, ঘুমভাঙানি মাসি পিসি-চলো পুরুষতন্ত্র পিষি, জীবন আমার- সিদ্ধান্ত আমার, আমার সিদ্ধান্ত আমিই নেবো- মুক্ত স্বাধীন জীবন গড়বো ইত্যাদি।
র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় নারী নেতাদের পরিচালনায় অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ,গান, আবৃত্তি ইত্যাদি উপস্থাপন করা হয়।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]