
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। ২ ঘণ্টা অবরোধের পর সেনাবাহিনীর আশ্বাসে ছেড়ে দিয়েছে সড়ক।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে শ্রীপুরের জৈনাবাজার এলাকার এইচডিএফ এ্যাপারেলস্ লিমিটেড কারখানার তিন শতাধিক শ্রমিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
শ্রমিকরা জানান, দুই মাসের বেতন ও ঈদ বোনাস বকেয়া রয়েছে। বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষকে একাধিকবার জানানোর পরও তারা বিষয়টি সমাধানের কোনো উদ্যোগ গ্রহণ করেননি। সেজন্য বাধ্য হয়ে তারা মহাসড়কে নেমেছেন।
এ দিকে, অবরোধের পর হাইওয়ে ও শিল্প পুলিশের সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার একাধিক চেষ্টা করেন। একপর্যায়ে বেলা ১২টার দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে শ্রমিকদের বকেয়া পরিশোধের ব্যবস্থার আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
মাওনা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, সকাল ১০টার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। বেলা ১২টার দিকে সেনাবাহিনীর আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল শুরু হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]