ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ মিছিল
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ২৩:৩৬
ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ মিছিল
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিশাল প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


১৬ এপ্রিল, বুধবার সকালে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ এস এম আব্দুল হালিম এর নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


মিছিলে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির সাবেক সভাপতি এ এস এম আব্দুল হালিম গ্রুপের বিএনপি নেতাকর্মীরা ব্যানার, প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভে অংশ নেন।


মিছিলে অংশকারীরা গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত নৃশংসতার বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের তীব্র নিন্দা জানান এবং বিশ্ববাসীর প্রতি নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


বিবার্তা/ওসমান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com