
বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশ মাদক ও অপরাধবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারি ও আদালতের ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল দোগাছি পাড়ার বাদল হোসেন (৪০) ও ধুন্দার দারগা পাড়ার জাহিদ হাসান (২৬)।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে নন্দীগ্রাম থানা থেকে তাদের বগুড়া কোট হাজতে প্রেরণ করা হয়েছে।
এরপূর্বে গত মঙ্গলবার বিকেলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুড়ইল দোগাছি পাড়ায় অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ বাদল হোসেনকে এবং কুন্দারহাট এলাকা থেকে আদালতের ওয়ারেন্টভুক্ত অসামী জাহিদ হাসানকে গ্রেফতার করে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মুসা সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক ও পলাতক আসামিদের ধরতে আমাদের টিম সর্বদা সজাগ। আমরা নন্দীগ্রামকে নিরাপদ রাখতে কাজ করে যাচ্ছি। এ ধরণের অভিযান নিয়মিত চলবে।
বিবার্তা/মনিরুজ্জামান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]