দ্বায়িত্ব অবহেলা: এসএসসি পরীক্ষা কেন্দ্রে ৩ শিক্ষককে অব্যাহতি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১৫:৩০
দ্বায়িত্ব অবহেলা: এসএসসি পরীক্ষা কেন্দ্রে ৩ শিক্ষককে অব্যাহতি
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরের ইসলামপুর বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এন্ড বিএম কলেজ এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রে দ্বায়িত্ব অবহেলা করায় ৩ শিক্ষককে কক্ষ পরিদর্শকের দ্বায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


বুধবার (১৫ এপ্রিল) বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এন্ড বিএম কলেজ এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রে গণিত পরীক্ষা চলমান অবস্থায় কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুর রহমান।


পরিদর্শন কালে তিনি কুলকান্দি শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো নুরুল ইসলাম, অ্যাড. নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আব্দুল আলিম এবং একই স্কুলের শিক্ষক সুলতান মাহমুদসহ ৩জন শিক্ষক পরীক্ষা কেন্দ্রে দ্বায়িত্ব অবহেলা করায় কক্ষ পরিদর্শকের দ্বায়িত্ব থেকে তাদের অব্যাহতি প্রদান করেন।


এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমান জানান, বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এন্ড বিএম কলেজ এসএসসি ভোকেশনাল পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীরা দেখাদেখি করছিল। শিক্ষকরা শিক্ষার্থীদের বাঁধা না দেওয়ায় তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে।


তিনি আরও জানান, ইসলামপুর উপজেলায় এ বছর ১০টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি, দাখিল, এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।


পরীক্ষা চলমান অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন তৎপর আছে। তাই শুরু থেকেই শান্তি পূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।


উল্লেখ্য, চলতি বছর ইসলামপুরে এসএসসির ৫টি কেন্দ্রে ২হাজার ৭৭৩, দাখিল ২টি কেন্দ্রে ৯০৫ ও ভোকেশনাল ২টি কেন্দ্রে ৫৪৮জনসহ ১০টি পরীক্ষা কেন্দ্রে মোট ৪হাজার ২২৬ জন
পরীক্ষার্থী অংশ অংশ নিয়েছে।


বিবার্তা/হারুনী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com