
পিরোজপুরের ইন্দুরকানীতে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।
১৪ এপ্রিল, সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান-বিন-মুহাম্মাদ আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদ ভবন থেকে শোভাযাত্রা শুরু করে কলেজ মোড় পর্যন্ত ঘুরে এসে উপজেলা পরিষদ ভবনের সামনে শোভাযাত্রাটি সমাপ্ত হয়।
এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত কুমার সাহা, প্রভাষক জাকারিয়া হোসেন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মারুফ হোসেন,সদর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এইচ এম ফারুক হোসানই,আজাদ হোসেন বাচ্চু, বর্তমান সভাপতি খান মোঃ নাসির উদ্দিন, সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান খান,শিক্ষক নেতা এম আহসানুল ছগীর, এমইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রাধন শিক্ষক মোঃ হেলাল উদ্দিন গাজী, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ ছাত্রছাত্রীবৃন্দ।
বিবার্তা/শামীম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]