
‘নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান, এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও নানা আয়োজনে বর্ষবরণ করা হয়েছে। জাতীয় সংগীত পরিবেশন শেষে আবহমান গ্রামবাংলার ঐতিহ্য ও প্রতিকি বর্ণিল সাজ-সজ্জায় আনন্দ শোভা যাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে কুষ্টিয়ায় বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে শোভা যাত্রাটি বের হয়ে মজমপুরগেটসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে বনবীথিতে এসে শেষ হয়। জেলা প্রশাসনের আয়োজনে মঞ্চে কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বাংলা নববর্ষে সকলকে স্বাগত জানিয়ে নতুন উদ্দীপনায় সকলকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, আইনজীবি, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, বুদ্ধীজিবিসহ বিভিন্ন পেশাজীবির মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
এ ছাড়া কুষ্টিয়া জিলা স্কুলে রচনা প্রতিযোগিতা এবং সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ শিশু একাডেমি কুষ্টিয়াতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিবার্তা/শরীফুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]