
টাঙ্গাইল পিটিআই কর্তৃক বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বর্ষবরণ ও পহেলা বৈশাখ ১৪৩২ পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু হয়ে। শোভাযাত্রাটির নেতৃত্ব দেন টাঙ্গাইল পিটিআই সুপারিনটেনডেন্ট মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার।
শোভাযাত্রায় পিটিআই ইন্সট্রাক্টরবৃন্দ,পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিটিপিটি প্রশিক্ষনার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়াও বিটিপিটি প্রশিক্ষনার্থীদের দেওয়া স্টলে নানা ধরনের দেশীয় খাবার পরিবেশন করেন। এ সময় পিটিআই সুপারিনটেনডেন্ট প্রতিটি স্টল ঘুরে দেশীয় খাবারে স্বাদ নেন।
শোভাযাত্রা শেষে সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম তালুকদার বলেন, ‘বাংলা নববর্ষ উৎসব বাঙালি জাতিসত্ত্বার এক অবিচ্ছেদ্য অংশ। একইসঙ্গে উৎসবটি সবার জন্য সার্বজনীন। দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা আমাদের এবারের নববর্ষের অঙ্গীকার।’
বিবার্তা/ইমরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]