
কুষ্টিয়ার পোড়াদহে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ২৪ লক্ষ টাকার ভারতীয় হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বিজিবি।
বুধবার (৯ এপ্রিল) বিকেলে মিরপুর উপজেলার পোড়াদহ রেল স্টেশনে অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করা হয়। পরে সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বুধবার বিকেল টা ৫০মিনিটের দিকে পোড়াদহ রেলওয়ে স্টেশনে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে
মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ কেজি ১৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ২৩ লক্ষ ৮০ হাজার টাকা।
উদ্ধার হওয়া মাদক পোড়াদহ রেলওয়ে স্টেশন থানায় জিডি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বিজ্ঞপ্তি সূত্রে নিশ্চিত করেছেন ।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]