
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নির্মাণাধীন ভবন থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার হয়েছে পুলিশ ।
বুধবার (৯ এপ্রিল) রাতে সন্ধ্যা পাবিপ্রবির নির্মাণাধীন হলের ১০ম তলা থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
পাবনা জেলা পুলিশ সুপার মুর্তজা আলী খান বলেন, প্রাথমিক ভাবে মনে করছি কয়েক দিন আগে মৃত্যু সংঘটিত হয়েছে।এবং আত্মহত্যা বলেই মনে হচ্ছে। যদিও লাশটি মেঝেতেই পড়ে ছিল, তবে গলায় দড়ি পাওয়া গেছে, ধারণা করা হচ্ছে আত্মহত্যা করার কয়েকদিন যাওয়ার পর লাশের ওয়েট বৃদ্ধি পেয়ে দড়ি ছিড়ে পড়ে গেছে। এখনো লাশ শনাক্ত করা যায়নি। ক্রাইম সিন ইনভেস্টিগেশন টিম কাজ করে যাচ্ছে। সাথে একটি স্মার্ট ফোন পাওয়া গেছে, পরবর্তী তদন্তে বিস্তারিত জানা যাবে।"
এ বিষয়ে পাবিপ্রবির উপ-পাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে সাথে সাথেই পুলিশকে অবহিত করি। পুলিশ লাশ নিয়ে গেছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।
বিবার্তা/পলাশ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]