গাজায় গণহত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ২২:৪১
গাজায় গণহত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।


৯ এপ্রিল, বুধবার সকালে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও আহলে হাদিস যুবসংঘ চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আয়োজনে এ সকল কর্মসূচী অনুষ্ঠিত হয়।


জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন আলী, আহলে হাদিস যুবসংঘের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার সভাপতি মো. সালেহ সুলতান, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম প্রমুখ।


মানববন্ধনে বক্তারা ইসরায়েলের বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ফিলিস্তিনে জায়নবাদী ইসরায়েলের বর্বর গণহত্যা অনতিবিলম্বে বন্ধে বিশ্বের মুসলিম দেশের রাষ্ট্রনেতাদের কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে।


এ সময় সকল প্রকার ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দেন তারা। এছাড়াও বিধস্ত ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য অর্থনৈতিক সহায়তা কামনা করেন।


বিবার্তা/লিটন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com