ফেনীতে তিন মাদকসেবীর কারাদণ্ড
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ২২:৩৭
ফেনীতে তিন মাদকসেবীর কারাদণ্ড
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীতে ৩ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৮ এপ্রিল, মঙ্গলবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর হোসাইন এ কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের ৯ এপ্রিল জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শকের নেতৃত্বে ৮ এপ্রিল রাতে ফেনীর রেলওয়ে স্টেশন ও বারাহিপুর রেলগেইট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাঁজাসহ তিন মাদকসেবীকে আটক করা হয়।


আটককৃতরা হলেন, দাগনভূঞার পশ্চিম রামনগর গ্রামের আবু সাঈদ জসিমের ছেলে মো. আবু সাফিন জিশাদ (২৩), গাইবান্ধার গগয়া গ্রামের আবদুল হামিদের ছেলে মো. আলাউল (২৩) ও ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকার আলাউদ্দিনের ছেলে নুরুল ইসলাম শিমুল (৩১)।


মাদকসেবনের দায়ে জিশাদ ও আলউদ্দিনকে ১৫ দিন এবং নুরুল ইসলামকে ৩ দিনের কারাদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর হোসাইন আবু সাফিন।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মন্ডল জানান, ফেনীতে মাদক নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/মনির/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com