গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে মোংলায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ২০:৪৬
গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে মোংলায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে বিশ্ববিবেককে জাগ্রত করতে ঘোষিত কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করে ব্যানার, ফেস্টুন হাতে প্রতিবাদী স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেছে মোংলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।


বুধবার (৯ এপ্রিল) সকালে বিভিন্ন স্কুল, মাদ্রাসা থেকে মোংলা উপজেলা পরিষদ চত্বরে একত্রিত হয়ে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে বেশ কয়েকজন শিক্ষকও মানববন্ধনে অংশ নেন।


পরে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রশিক্ষণ করে পৌর মার্কেটের সামনে পথসভা করেন শিক্ষার্থীরা।


এ সময় শিক্ষার্থীরা শুধু ইসরাইলের নৃশংসতার বিরুদ্ধেই নয়, বরং বিশ্ব সম্প্রদায়ের নীরবতারও প্রতিবাদ করে। পাশাপাশি ইসরাইলি পণ্য বর্জন করো, গণহত্যার বিরুদ্ধে দাঁড়াও, এমন বার্তাও তারা তুলে ধরেন। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন, শিশু ও নারীদের নির্বিচারে হত্যা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এসবই এক নির্মম গণহত্যার বাস্তবচিত্র। বিশ্বের বিবেকবান মানুষ আজ গর্জে উঠেছে এ অন্যায়ের বিরুদ্ধে। এসময় ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান শিক্ষার্থীরা।


বিবার্তা/জাহিদ/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com