
পারিবারিক অশান্তি থেকে মুক্তি পেতে গাঁজা ও বাংলা মদ সেবনের দায়ে দিনাজপুরের খানসামা উপজেলায় দুই যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করা হয়।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেবাড়িয়া চৌরঙ্গী এলাকা থেকে তাদের আটক করে খানসামা থানা পুলিশের একটি টহল দল। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আটক ব্যক্তিরা হলেন, খানসামা উপজেলার সূর্বণখুলী সাবুদের হাট এলাকার মৃত হাচান আলীর ছেলে গোলাপ হাওলাদার (৩৫) এবং নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা দোলাবাড়ি এলাকার আজিজার রহমানের ছেলে আব্দুর রহিম (২৮)। তারা দুজনেই উত্তরা ইপিজেডে শ্রমিক হিসেবে কর্মরত।
পুলিশ সূত্রে জানা যায়, আটককালে তাদের কাছ থেকে এক বোতল বাংলা মদ ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এসময় ইউএনও মাদক সেবনের কারণ জানতে চাইলে গোলাপ হাওলাদার বলেন, পারিবারিক ঝামেলা ও অশান্তি থেকে মুক্তি পেতে গাঁজা ও বাংলা মদ সেবন করি। এতে কিছু সময় নিশ্চিন্তে থাকতে পারি, স্যার।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, মাদকবিরোধী কার্যক্রমে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তারই অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার বলেন, মাদক, জুয়া ও যেকোনো অপরাধ প্রতিরোধে উপজেলা প্রশাসন সর্বদা সজাগ। এ কাজে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।
বিবার্তা/জামান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]