
গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে আগামী ১২ এপ্রিল (শনিবার) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’। এই আয়োজনে শাহবাগ থেকে শুরু করে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হবে, যার আয়োজন করছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি সংগঠন।
আয়োজকরা জানিয়েছেন, এটি হতে যাচ্ছে ঢাকার রাস্তায় ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় জনসমাবেশ। দল, মত নির্বিশেষে সবাইকে এতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সংগঠনটি তাদের ফেসবুক পেজে সোমবার ইভেন্টের তথ্য শেয়ার করে। সেখানে উল্লেখ করা হয়েছে, শনিবার বিকেল ৩টায় কর্মসূচি শুরু হবে। সোমবার রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত ইভেন্টটিতে আগ্রহ দেখিয়েছেন ৬৪ হাজারেরও বেশি মানুষ এবং অংশগ্রহণের কথা জানিয়েছেন প্রায় ৫ হাজার জন।
সমাবেশকে ঘিরে সংগঠনের ফেসবুক পেজে আলেম, সেলিব্রেটি ও বিশিষ্টজনদের সমর্থনমূলক ভিডিও বার্তা প্রকাশ করা হচ্ছে। এ পর্যন্ত যে সব ব্যক্তির ভিডিও পোস্ট করা হয়েছে, তাদের মধ্যে আছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করীম আবরার, এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম, অভিনেতা তামিম মৃধা ও টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক।
এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পেজে নিজেরসহ ১৪ জনের ভিডিও বার্তা প্রকাশ করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আগামী শনিবার (১২ এপ্রিল) ফিলিস্তিনের জন্য সবচেয়ে বড় মার্চ হবে ঢাকার রাজপথে। স্লোগানে-মিছিলে উত্তাল হয়ে উঠবে শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ।’
এদিকে, শায়খ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারী ও মাহমুদুল্লাহ রিয়াদ তাদের নিজ নিজ ফেসবুক পেজেও এই কর্মসূচির প্রচারণা চালিয়েছেন। আজহারী এক ভিডিও বার্তায় বলেন, ১২ এপ্রিল শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে এই মার্চটি শেষ হবে। ইনশা আল্লাহ, আমি নিজে সশরীর এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব। আপনারাও দলে দলে যোগদান করুন।
প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের পেজ থেকে একটি ফটোকার্ডও প্রকাশ করা হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে—
মার্চ ফর গাজায় উপস্থিত থাকবেন এবং সবাইকে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]