গোমস্তাপুরে
গাজায় ইসরাইয়েলি গণহত্যার প্রতিবাদে গুরুদাসপুরে মানববন্ধন-বিক্ষোভ
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ২৩:৫২
গাজায় ইসরাইয়েলি গণহত্যার প্রতিবাদে গুরুদাসপুরে মানববন্ধন-বিক্ষোভ
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজায় ইসরাইয়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে গুরুদাসপুরে মানববন্ধন-বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৮এপ্রিল) সকাল ১০টার দিকে গুরুদাসপুর শাপলা চত্বর এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। গুরুদাসপুর যুব বন্ধু সংগঠনের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।


মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে, ইসরায়েলি পণ্য বয়কট, ইসরাইল বয়কট’, ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ, জিন্দাবাদ’, ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।


পরে সেখানে ইসরাইয়িককে আন্তর্জাতিক আদালতে গণহত্যার দায়ে বিচার করতে হবে। সরকারকে অবিলম্বে ইসরায়িলকে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষনা ও তাদের সাথে সকল প্রকার আমদানি-রপ্তানি বন্ধের আহবান জানান।


বক্তারা আরো জানান, গোটা বিশ্বে আজ সবচেয়ে নিগৃহীত ফিলিস্তিনবাসী। নবজাতক শিশু থেকে শুরু করে বৃদ্ধদেরকেও ইসরাইয়িল নির্বিচারে গুলি করে হত্যা করছে। আহত হয়ে বিনা চিকিৎসা মৃত্যুর কোলে ঢলে পড়ছে হাজার হাজার মানুষ। আহতদের চিকিৎসা প্রদানে এগিয়ে আসা স্বাস্থ্য-কর্মীদেরও হত্যা করা হচ্ছে। এ অবস্থায় বিশ্ব মানবতার আর চুপ থাকা উচিত নয়। পথসভা শেষে নিহত ফিলিস্তিনিদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা দোয়া করা হয়।


বিবার্তা/জনি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com