
নাটোরের গুরুদাসপুরে পুর্ব বিরোধে মহসিন আলী নামের এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার বিকালে উপজেলার ধারাবারিষার শিধুলী বিশ^রোড এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র জানায়, নয়াবাজার বিশ্বরোড এলাকায় নিজস্ব জমিতে পাকা স্থাপনা নির্মান করে ব্যবসা করে আসছিলেন ব্যবসায়ী মহসিন আলী। সম্প্রতি ওই জমির সীমানা নিয়ে প্রতিবেশীর সাথে বিবাদ শুরু হয়। গত শুক্রবার ওই জমির সীমানা নির্ধারণের জন্য মাপ-যোগ শুরু হলেও তা অমিমাংসিত থেকে যায়। পরদিন অভিযুক্ত মুনছুর সরকার, মুকুল সরকার, মিঠুন সরকারের নেতৃত্বে অন্তত ১০/১২ জন দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তোভোগী মহসিন আলী ৬ জনের নাম উল্লেখ ও আরো ১০/১২ জনের নাম অজ্ঞাত রেখে গুরুদাসপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী মহসিন আলী জানান, তিনি নিজস্ব জমিতে পাকা স্থাপনা গড়ে সেখানে ২৫ বছর ধরে ব্যবসা করে আসছিলেন। সীমানা নির্ধারণ অমিমাংসিত থাকার পর দিন বিকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালিয়ে ৫ লাখ টাকার ক্ষতিসাধন করে। অপরাধীদের শাস্তি ও মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন তিনি।
অভিযোগের বিষয়ে মুনছুর সরকার মুঠোফোনে জানান, ব্যবসায়ী মহসিনের সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। মহসিন অতিরিক্ত জমি দখলে রেখে স্থায়ী স্থাপনা গড়েছেন। উত্তেজিত জনতা তার ব্যবসা প্রতিষ্ঠানের ফাকা একটি অংশে সামান্য ভাঙচুর করেছে। তবে লুটপাটের বিষয়টি সত্য নয়। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিগণের মাধ্যমে সমাধান হয়েছে।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/জনি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]