গুরুদাসপুরে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক বিতরণ
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ১৭:৩৯
গুরুদাসপুরে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক বিতরণ
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

২০২৪-২৫ অর্থবছরের খরিপ মৌসুমে নাটোরের গুরুদসপুরে উফশী আউশ, গ্রীষ্মকালীন মুগ, তিল, পাঠ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৩৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।


৮ এপ্রিল, মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ওই কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনর রশীদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার প্রমূখ।


জানা যায়, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ১ হাজার ৪০০ জনকে ১ বিঘা জমির জন্য উফশী আউশ বীজ ৫ কেজি, ডিএসপি সার ১০ কেজি ও এমওপি ১০ কেজি, ২৫০ জনকে মুগ বীজ ৫ কেজি, সার ১০ কেজি ও এমওপি ৫ কেজি, ৫০ জনকে তিল বীজ ১ কেজি, ডিএসপি সার ১০ কেজি ও এমওপি ৫ কেজি এবং ৬৮০ জন কৃষককে পাট বীজ ১ কেজি, ডিএসপি সার ৫ কেজি ও ৫ কেজি এমওপি বিনামূল্যে বিতরণ করা হয়।


বিবার্তা/জনি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com