নরসিংদীতে
পুকুর খননের সময় মিলল অর্ধগলিত মরদেহ
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ১৭:৩০
পুকুর খননের সময় মিলল অর্ধগলিত মরদেহ
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর শিবপুরে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (৭ এপ্রিল) বেলা আড়াইটার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের কুমরাদী এলাকায় ইটাখোলা—শিবপুর আঞ্চলিক সড়কের পাশে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, কুমরাদী এলাকায় জনৈক বাছেদ মুন্সির জমিতে ভেকু দিয়ে পুকুর খননের সময় মাটির নিচ থেকে একটি অর্ধগলিত মরদেহ বের হয়ে আসে। এ সময় বিষয়টি ভেকুচালক শামীম শেখ আশপাশের লোকজনকে জানান। খবর পেয়ে দুপুরে অজ্ঞাতনামা নারীর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায় শিবপুর মডেল থানার পুলিশ।


শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বলেন, ‘ভেকু দিয়ে পুকুর খনন করার সময় মাটির নিচ থেকে অজ্ঞাতনামা একজনের অর্ধগলিত মরদেহ বের হয়ে আসার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তবে লাশটি পচে যাওয়ায় বলা যাচ্ছে না এটাকি মহিলা না পুরুষ। তবে ধারণা করা হচ্ছে এটি মহিলার লাশ হতে পারে। পরিচয় শনাক্তের চেষ্টার পাশাপাশি পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/কামরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com