
ফিলিস্তিনের গাজাবাসীর উপর নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। 'No Work No School' এই স্লোগানকে সামনে রেখে পাবনায় গাজাবাসীর সমর্থনে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকালে পাবনা জেলা স্কুল প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক আব্দুল হামিদ রোড প্রদক্ষিণ করে শহীদ চত্ত্বরে গিয়ে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন পাবনা জেলা স্কুলের সহকারী শিক্ষক আসাদুজ্জামান খান, দৈনিক পাবনার চেতনার সম্পাদক এস এম আদনান উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক ইউসুফ আরফান বিপ্লব, যুগ্ম-সদস্য সচিব মোঃ শাওন হোসেন, সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদল নেতা মাহফুজুর রহমান শ্রাবণ, ছাত্র জনতার আন্দোলনে চোখ হারানো সাজ্জাদ হোসেন অনিক, পাবনা স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এম এইচ অনিকসহ প্রমুখ।
বিক্ষোভ মিছিলে ইসরায়েলি পণ্য বয়কট ও ফিলিস্তিন স্বাধীনের জন্য মুসলিম ঐক্যের ডাক দেওয়া হয় এবং জিহাদের জন্য ডাক দেওয়া হয়।
এ সময় বিভিন্ন স্কুল ও কলেজের সহস্রাধিক শিক্ষার্থী ছাত্র জনতা উপস্থিত ছিলেন।
বিবার্তা/পলাশ/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]