
‘মা ও শিশুর স্বাস্থ্য’ এ প্রতিপাদ্য নিয়ে শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব সাহা।
এতে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আল- আমিনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর মো. আব্দুল মুন্নাফ, এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের এরিয়া ম্যানেজার সুজল সাংমা, ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির প্রমুখ।
এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে পুনরায় এখানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নাগরিক অংশ নেন।
বিবার্তা/মনির/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]