
মানিকগঞ্জের সিংগাইরে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার দিবাগত রাত সোয়া ১০ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের হঠাৎপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে সিংগাইর থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দিবাগত রাত সোয়া ১০ টার দিকে এসআই পার্থ শেখর ঘোষ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ধল্লা ইউনিয়নের গাজিন্দা হঠাৎপাড়া গ্রামের বিপাশার বাড়িতে অভিযান চালায়। এ সময় ৯ কেজি গাঁজা ও একটি ডিজিটাল বাটখারাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, গাজিন্দা (হঠাৎপাড়া) গ্রামের মৃত হুমায়ুন কবিরের মেয়ে বিপাশা (২৭), শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানর গরীবের চর গ্রামের সালাউদ্দিনের ছেলে মোঃ রাসেল (১৯) ও ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার বিরই (দত্তের বাজার) গ্রামের মৃত আনছার আলীর মেয়ে নাজমা বেগম (৫৫)।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ জে ও এম তৌফিক আজম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
বিবার্তা/হাবিবুর/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]