
সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল হাইওয়ে থানার কর্তব্যরত পুলিশ এবং সিএনজি চালিত অটোরিক্সা চালকদের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটেছে।
৬ এপ্রিল, রবিবার দুপুরে হাটিকুমরুল গোলচত্ত্বরের পাবনা-নগরবাড়ি মহাসড়কে এ ঘটনা ঘটে।
এতে হাটিকুমরুল হাইওয়ে থানার মো. উলাল উদ্দিন নামে এক পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাটিকুমরুল গোলচত্তর এলাকায় মহাসড়কে নিষিদ্ধ সিএনজি চালিত অটোরিক্সা বন্ধে পুলিশ অভিযান চালায়। এ সময় হাইওয়ে পুলিশের সাথে সিএনজি চালকদের বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশ সিএনজিতে থাওয়া দিলে সিএনজি চালকরা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর আক্রমণ করে। এতে মো. উলাল উদ্দিন নামে একজন পুলিশ সদস্য আহত হন। পরে গোলচত্ত্বর এলাকা থেকে সিএনজি আটকের অভিযান চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা বলেন, হঠাৎ করে পুলিশ তৎপর হওয়ায় চালকরা পুলিশের উপর এই হামলা করেছে। সড়কে অযান্ত্রিক যানবাহনে চলাচলে নিয়মিত অভিযান চালালে চালকরা এতো সাহস পেতো না।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, ঈদে যাত্রীরা যাতে নির্বিঘ্নে কর্মস্থলে যেতে পারে এজন্য পাবনা নগরবাড়ি সড়কে নিয়োজিত পুলিশ সদস্যরা মহাসড়কের উপর দাঁড় করে রাখা সিএনজি সরাতে বললে সিএনজি চালকরা সিএনজি না সরিয়ে পুলিশের সাথে বাক বিতন্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে কয়েকজন সিএনজি চালক পুলিশের উপর আক্রমণ করে।
পুলিশ ও সিএনজি চালকদের মধ্যে হাতাহাতি হয়েছে এতে উলাল উদ্দিন নামে এক পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় সিএনজি আটক করা হয়েছে। সেই সাথে পুলিশের কাজে বাধা দেয়া এবং পুলিশের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে।
বিবার্তা/কাইয়ুম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]