
“মার্চ ফর প্যালেস্টাইন” স্লোগানে ফিলিস্তিনে জায়ানবাদী ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চাঁপাই নবাবগঞ্জে।
সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্র-জনতার একটি বিশাল বিক্ষোভ মিছিল পৌর এলাকার শান্তির মোড় থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের প্রবেশ দ্বার বিশ্বরোড মোড় এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
ঘণ্টাব্যাপী চলা সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ছাত্র নেতা মামুন খান, কেন্দ্রিয় নেতা মনিরুল ইসলাম মনির, রবিউল ইসলাম, হেলাল উদ্দিন শেখ নাসিম, মাহিন খান, সাব্বির আহমেদ, শাহনেয়ামতুল্লাহ ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক নওসেবা নওরিন নেহা প্রমুখ।
বিবার্তা/লিটন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]