ফিলিস্তিনের মুসলমানদের গণহত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ১৬:৪৭
ফিলিস্তিনের মুসলমানদের গণহত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফিলিস্তিনে মুসলমানদের ওপর হামলা ও নরকীয় হত্যাযজ্ঞে বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে সাধারণ মুসল্লিরা।


তারই ধারাবাহিকতায় বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন পঞ্চগড় যুব সমাজ নামে একটি সংগঠন।


সোমবার (৭ এপ্রিল) দুপুরে পঞ্চগড় শহরের বানিয়া পট্রি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।


মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে সড়ক অবরোধ করে রাস্তায় যোহরের নামাজ আদায় করেন বিক্ষোভকারীরা।


নামাজ শেষে করতোয়া ব্রীজের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। পরে মিছিল নিয়ে সন্মিলিত খতমে নবুওয়াত পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ ইসলামীদলগুলো শেরে বাংলা পার্কে এসে জড়ো হয়ে রাস্তা অবরোধ করে রাখেন। এসময় রাস্তার দুপাশে তীব্র জানজটের সৃস্টি হয়। ঘণ্টাখানেক পরে অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।


বিবার্তা/গোফরান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com