
ব্রাহ্মণবাড়িয়া সদরে ৩৫৪ বোতল বিদেশি মদসহ ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (৭ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, , গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার সদরের কাউতলী ব্রিজ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৫৪ বোতল বিদেশি মদ এবং ২টি প্রাইভেটকার উদ্ধারসহ ৬ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. শাওন (৩২), মিরাজুল ইসলাম (৩৪), মো. সেলিম মিয়া (৩০), ওবায়দুল রহমান (৩১), মো. শাহজাহান (২৬) এবং মো. দ্বীন ইসলাম (৩০),
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ব্যক্তিদের ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র্যাব।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]