
পাবনার সাঁথিয়ায় কোরোমজা গ্রামে কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তার ও দেশীয় অস্ত্র প্রদর্শনের মাধ্যমে এলাকায় অরাজকতা ও আতঙ্ক সৃষ্টির অভিযোগে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৭ এপ্রিল) বিকাল ৫টার দিকে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী এ অভিযান পরিচালনা করে।
অভিযানে মো. লাম (১৬) নামের এক কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। আটককৃত কিশোর কোরোমজা গ্রামের আব্দুল্লার ছেলে।
এসময় তার কাছ থেকে রামদা, ছুরি, চাপাতিসহ ১০টি দেশীয় অস্ত্র জব্দ করেন। পরে তাকে সাঁথিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ক্যাপ্টেন আল-আমিন খান জানান, কিশোর গ্যাং সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় ভয়ভীতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করছিল।জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/পলাশ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]