গাড়ি আটকে রেখে চাঁদা দাবি, ১ মাসেও হয়নি উদ্ধার
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ১১:২৪
গাড়ি আটকে রেখে চাঁদা দাবি, ১ মাসেও হয়নি উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি মাহিন্দ্রা ট্রাক্টর আটকে রেখে ২ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে শাহিন মিয়া (৩৩) ও মো. রাজু মিয়া (৩৮) সহ পাঁচজনের বিরুদ্ধে।


এ ঘটনায় গত ১৮ মার্চ গাড়ির মালিক মো. রুমেল মিয়া সরাইল থানায় পাঁচ জনের নাম উল্লেখ্য করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। মামলা নং ২৫। তবে মামলার ১ মাসেও পুলিশ চাঁদাবাজদের দখল থেকে মাহিন্দ্র ট্রাক্টরটি উদ্ধার করতে পারছেন না বলে জানিয়েছেন গাড়ির মালিক রুমেল ও তার আত্মীয়-স্বজনরা। এ নিয়ে পুলিশের ভূমিকা প্রশ্ন বিদ্য।


মামলার অভিযুক্তরা হলেন, শাহিন মিয়া (৩৩), মো. রাজু মিয়া (৩৮), তোতা মিয়া (৫৫), মানিক মিয়া (৩৫) ও রেহেনা বেগম (৪৮)।


মামলা সূত্রে জানা যায়, গত ৫ মার্চ সকাল ৬ টার দিকে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া (পশ্চিম পাড়া) গ্রামের আব্দুল বাছির মিয়ার ছেলে ভুক্তভোগী রুমেল মিয়া মালিকানাধীন ট্রাক্টর নিজে চালাইয়া শাহবাজপুর যাওয়ার পথে যাদবপুর মোড় পাকা রাস্তার উপর পৌঁছালে অভিযুক্তরা রাস্তা অবরোধ করে গাড়ি আটকে রেখে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। রুমেল চাঁদা দিতে অসম্মতি জানাইলে অভিযুক্ত চাঁদাবাজরা তাকে ড্রাইভিং সিট হইতে টানা হেঁছড়া করে নামিয়ে কিল ঘুসি লাথি মারিয়া নগদ টাকাসহ ট্রাক্টরটি ছিনিয়ে নিয়ে যায়।


ঘটনার পর গাড়ির মালিক রুমেল মিয়া সরাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে পুলিশ গিয়ে চাঁদাবাজদের দখল থেকে গাড়িটি উদ্ধার করতে পারেনি। পরে গত মঙ্গলবার ( ১৮ মার্চ) থানায় চাঁদাবাজদের বিরুদ্ধে একটি মামলা করলে পুলিশ দুজনকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। কিন্তু তখনও গাড়িটি তাদের দখল থেকে উদ্ধার করতে ব্যর্থ হয় পুলিশ।


গাড়িটি আটক করার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শাহিন বলেন, গাড়িটি আমি আটক করি নাই রাজু ও মানিক আটক করে রেখেছে। অভিযুক্ত রাজু বলেন, গাড়ি আমাদের বাড়িতে আছে।


গাড়ির মালিক রুমেল মিয়া বলেন, চাঁদাবাজদের দখলে থাকা আমার ট্রাক্টরটি আজ ১ মাস হয়ে গেল। পুলিশ এখনো গাড়িটি উদ্ধার করতে পারে নাই। দুজন চাঁদাবাজকে পুলিশ ধরে জেলে পাঠিয়ে ছিল। তারা পাঁচ দিন জেল খেটে চলে এসেছে। এখন ভয়ে আছি আমার গাড়ি খুলে বিক্রয় করে দেয় কিনা।


এ বিষয়ে শাহবাজপুর বিট অফিসার ও তদন্তকারী কর্মকর্তা এসআই জয়নাল আবেদীন বলেন, আমরা শুনছি গাড়িটি নাকি তাদের বাড়ি থেকে সরিয়ে ফেলেছে।


ঘটনার বিষয়ে সরাইল থানার ওসি মো. রফিকুল হাসান বলেন, ঘটনার বিষয়ে ভুক্তভোগী গাড়ির মালিক থানায় মামলা দায়ের করেন। আমরা দুজনকে গ্রেফতার করে কারাগারে পাঠাই। গাড়ি উদ্ধারের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, তদন্তকারী কর্মকর্তার সাথে কথা বলার জন্য।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com