
নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেলের ধাক্কায় ডাকু মোল্যা (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটেছে।
নিহত ডাকু মোল্যার বাড়ি উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া গ্রামের পুর্বপাড়ায়।
পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, ডাকু মোল্যা প্রতিদিনের ন্যায় বাড়ির পাশের মসজিদে নামাজ পড়তে যায়। নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দিঘলিয়া পুর্বপাড়ার তিন রাস্তা মোড়ে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। এসময় ডাকু মোল্যা রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্বার করে লোহাগড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক ডা. সুব্রত কুমার কুন্ডু তাকে মৃত্যু ঘোষনা করেন।
লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ডাকু মোল্যার লাশ ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]