
নরসিংদীর মনোহরদীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাই নিহত হয়েছে।
৪ এপ্রিল, শুক্রবার সকালে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া গুইলেরটেক গ্রামে এই ঘটনাটি ঘটে।
নিহত কাজল মিয়া চরমান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাতপাড়া গ্রামের বাসিন্দা বড় ভাই কাজল মিয়া ও ছোট ভাই বাদল মিয়ার মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল।
শুক্রবার সকালে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বাদল মিয়া কাজল মিয়াকে শাবল দিয়ে মাথায় আঘাত করে। এতে মাটিতে লুটিয়ে পড়ে কাজল মিয়া মৃত্যুবরণ করে। খবর পেয়ে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে মনোহরদী থানার উপ পরিদর্শক এস.আই মেহেদী হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার পর থেকে ছোট ভাই বাদল মিয়া পলাতক রয়েছে।
বিবার্তা/কামরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]