এসির কার্টনে মরদেহ, এলাকায় আতঙ্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ১৮:৪৩
এসির কার্টনে মরদেহ, এলাকায় আতঙ্ক
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের এগারোশ্রী এলাকায় এক বাঁশঝাড়ের পাশে পরিত্যক্ত এসির কার্টন থেকে তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


শুক্রবার (৪ এপ্রিল) সকালে বিষয়টি নজরে আসার পর উৎসুক জনতার ভিড় জমে যায় ঘটনাস্থলে। দুর্গন্ধ ছড়াতে থাকলে এসির কার্টনটি ঘিরে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশে খবর দেওয়া হলে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে কার্টনটি খোলে।


কার্টনটি খোলার পর দেখা যায়, এর ভেতরে রয়েছে ২০ থেকে ২৫ বছরের এক তরুণীর মরদেহ। পরে ঘটনাস্থল ঘিরে প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়।


স্থানীয়রা জানান, কার্টন থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। যা পচা মরদেহের গন্ধ বলেই ধারণা করছিলেন তারা। ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে। হত্যাকারী মরদেহ গোপনে এসির কার্টনে ভরে এখানে ফেলে গেছে।


পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে বিস্তারিত তথ্য জানা যাবে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও কৌতূহল বিরাজ করছে।


এ বিষয়ে মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, তরুণীর মরদেহটি ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এটিকে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তথ্য-প্রযুক্তির সাহায্যে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com