
টাঙ্গাইলের দেলদুয়ারে মাটি বহনকারী ট্রাকচাপায় শফিউল্লাহ মিয়া (৪৭) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার (৪ এপ্রিল) ভোরে উপজেলার হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিউল্লাহ মিয়া উপজেলার মৌলভীপাড়া গ্রামের মরহুম হাবিবুল্লাহ ওরফে মজনু মিয়ার ছেলে। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কমান্ডার (পিসি) হিসেবে কর্মরত ছিলেন।
দেলদুয়ার থানারওসি শোয়েব আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আনসার সদস্য শফিউল্লাহ ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হন। একপর্যায়ে হাসপাতালের সামনে আসলে মাটি বহনকারীর ডাম্প ট্রাক তাকে চাপা দিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]