গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ২০
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ১৩:৪৪
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ২০
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


শুক্রবার (৪ এপ্রিল) ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট রাহুল দাস এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, শুক্রবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার মান্দারতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।


এ দুর্ঘটনায় অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন জানিয়ে রাহুল দাস আরও বলেন, এদের মধ্য ৫ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।


অপরদিকে, বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার সোনাশুর নামক স্থানে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইককে ধাক্কা দিলে দুটি যানবাহনই রাস্তার খাদে পড়ে যায়। এ ঘটনায় ৫ জন আহত হয়। আহতদেরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com