পঞ্চগড়ের
বোদায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ১২:৩৯
বোদায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা থেকে মোটরসাইকেল ট্যুরে বন্ধুদের সঙ্গে পঞ্চগড়ে ঘুরতে এসে ট্রাকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফরহাদ আহমেদ সিয়াম (৩০) নামে এক যুবক।


বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউপির সরকার পাড়া গ্রামের বটতলী নামক স্থানে বোদা-দেবীগঞ্জ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।


নিহত সিয়াম মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া গ্রামের ফরহাদ হোসেনের ছেলে। ঢাকা এলিফ্যান্ট রোড এলাকায় তার বাসা রয়েছে। বাইকের আর এক আরোহী মাহফুজ হাসান (৩০)। সে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। তার বাসা ঢাকার মিরপুরে।


বোদা থানার পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ১৪টি মোটরসাইকেল নিয়ে ১৯ জন বাইক রাইডার টিম পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাইক ট্যুরে যাচ্ছিল। পথে সরকার পাড়া গ্রামের বটতলী নামক স্থানে পৌঁছালে পঞ্চগড় থেকে আসা গরুবাহী একটি ট্রাকের (ঢাকা মেট্রো- ড- ১২-৩৩৩৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা ২ জন গুরুতর আহত হন।


এ সময় বাইকার টিম ও স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। সেখানেই তার মৃত্যু হয়।


দুর্ঘটনা নিহত ও আহত ব্যক্তির তথ্য নিশ্চিত করে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, স্থানীয়দের সহায়তায় ট্রাকটিকে আটক করে করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি ।


বিবার্তা/গোফরান/দোলন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com