সাংবাদিক আব্দুল মজিদ দুদু স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ২০:৩৮
সাংবাদিক আব্দুল মজিদ দুদু স্মরণে আলোচনা  ও দোয়া অনুষ্ঠিত
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রেস ক্লাব পাবনা'র উদ্যোগে সাংবাদিক আব্দুল মজিদ দুদু এর রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত।


বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে প্রেসক্লাব পাবনার মিলনায়তনে ক্লাব সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লবের সভাপতিত্বে সেক্রেটারি রফিকুল আলম রঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জীবনকথা সম্পাদক আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, ইসলামী ব্যাংক বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও পাবনা শাখা ইনচার্জ সাজ্জাদ হোসেন রাজু, ইয়ার কেয়ার এন্ড হেয়ারিং সেন্টার লিমিটেড, ঢাকা র চেয়ারম্যান মীর মোশারফ হোসাইন রাজু ও বিশিষ্ট ব্যবসায়ী এস এম ফয়সাল।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব পাবনার সহ-সভাপতি ও দৈনিক বণিক বার্তার পাবনা জেলা প্রতিনিধি শফিউল আলম দুলাল, অগ্রযাত্রা টিভির পাবনা প্রতিনিধি সেলিম মাহমুদ প্রমুখ।


দৈনিক জীবনকথা সম্পাদক আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, আব্দুল মজিদ দুদু ছিলেন একজন ব্যতিক্রমী সাংবাদিক। তিনি নিউজ এর ভিতর এবং বাহিরের সকল তথ্য উপাত্ত পত্রিকার মাধ্যমে উপস্থাপন করতেন। তিনি ফলোআপ নিউজে অত্যন্ত পারদর্শী ছিলেন। সংবাদ পরিবেশনে দেশপ্রেম ছিল তার কাছে অগ্রাধিকার। তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্থানীয় জনসাধারণের সার্বিক সহযোগিতা করতেন।


ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সাজ্জাদ হোসেন রাজু বলেন আব্দুল মজিদ দুদু সাংবাদিকতা জগতে এক অনন্য উদাহরণ। তিনি জুনিয়রদের হাতে কলমে সংবাদ লেখা শিখাতেন। সমাজসেবায় তার অবদান অপরিসীম। তিনি আরো বলেন সাংবাদিকতায় আব্দুল মজিদ দুদু ভাই আমাদের মডেল ছিলেন। আমরা সব সময়ই তাকে অনুকরণ ও অনুসরণ করে চলতাম। বিশিষ্ট ব্যবসায়ী মীর মোশাররফ হোসেন রাজু বলেন, আব্দুল মজিদ দুদু ভাই রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক মাধ্যমে সেবামূলক কাজ করতেন, তিনি শিশু-কিশোরদের সংগঠনের সাথে অতপ্রতভাবে জড়িত ছিলেন,। আমি শিশু কিশোর সংগঠন ফুলকুড়ি আসরের মাধ্যমে দুদু ভাইকে চিনি ও জানি। তিনি সব সময় শিশু-কিশোরদের সাথে হাসিমুখে কথা বলতেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিতেন।


উল্লেখ্য সাংবাদিক আব্দুল মজিদ দুদু ২০১৫ সালের ৪ এপ্রিল হার্ড স্ট্রোক এর কারণে মৃত্যুবরণ করেন। এর আগে তিনি পর্যায়ক্রমে দৈনিক সংগ্রাম, দৈনিক নয়া দিগন্ত, বাংলাদেশ টেলিভিশন, দিগন্ত টেলিভিশন ও ইউ এন বি এর পাবনা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।


বিবার্তা/পলাশ/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com