
রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আল আমিন সোহাগ।
গত মঙ্গল ও বুধবার (১ ও ২ এপ্রিল) ঈদের পরের দুই দিনব্যাপী এলাকার বিভিন্ন হাট-বাজারে সাধারণ মানুষের নিকট তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি।
ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারসহ ময়না ইউনিয়নের ঠাকুরপুর বাজার, ময়না বাজার, কেওয়াগ্রাম মান্দারতলা বাজার, চরবর্নি বাজার, খরসূতি ঈদগাহ বাজার, হাটখোলাচর মধুর বাজার, গোহাইবাড়ি বাজার, বেলবানি-বটতলা বাজার ও আলফাডাঙ্গা উপজেলার বেড়িরহাট বাজার, বানা বাজার, ভেন্নাতলা বাজার, যোগীবরাট বাজার, বাঁশতলা বাজার, চরনারানদিয়া বাজার এবং পার্শ্ববর্তী মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার মধুমতি নদীর ব্রীজ সংলগ্ন চরজাঙ্গালিয়া পাঁচ রাস্তার মোড় বাজার, মহম্মদপুর বাজারসহ আশপাশের কয়েকটি বাজারে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি।
লিফলেট বিতরণকালে আল আমিন সোহাগ বলেন, ১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় রাষ্ট্র মেরামতের লক্ষ্যে আমরা তারেক রহমানের দেওয়া ৩১ দফার লিফলেট জনমানুষের কাছে পৌঁছে দিচ্ছি। যাতে সবাই এ সকল দফা সম্পর্কে জানতে পারেন।
তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান ২০২৩ সালেই সব রাজনৈতিক দল ও দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলোচনা করে এই রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রণয়ন করেন। আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে, একজন দূরদর্শী রাজনৈতিক নেতা হিসেবে অনেক আগেই তিনি সেটা বুঝতে পেরেছিলেন এবং জাতির সামনে উন্নয়নের একটি সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরেছিলেন। ৩১ দফা আমাদের দেশের জন্য একটি অমূল্য দলিল। ৩১ দফার ভিত্তিতেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করা হবে এবং এর মাধ্যমেই দেশ ও জনগন তাদের কাঙ্খিত বাংলাদেশ খুঁজে পাবে।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল নেতা আল আমিন সোহাগ আরও বলেন, আমি চরম দুর্দিনে ও দলের নির্দেশ মেনে সকল কঠিন কর্মসূচিসহ সবধরনের কর্মসূচি পালন করেছি। এই ৩১ দফা দেশের প্রতিটি মানুষের কাছে পৌছে দেয়াটাও আমাদের দলের একটি চলমান কর্মসূচি। আমি সেই লক্ষ্যে কাজ করছি এবং এটি চলমান থাকবে।
লিফলেট বিতরণকালে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য মো. আলম শেখ, উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক মো. সোহাগ শেখ, ময়না ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো. হাসিবুল হাসান, ময়না ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি মো. সোহেল মোল্যা, বিএনপি নেতা মো. নাসির মোল্যা, যুবদল নেতা মো, মনিরুল মোল্যা, স্বেচ্ছাসেবকদল নেতা মেহেদী হাসান কাছেদ, মো. উজ্জল মোল্যা, মো. সোহাগ প্রামাণিক, আবু আনসারী, ইউপি সদস্য মো. সোহেল রানা, যুবনেতা আশিক, শ্রমিকদল নেতা আশরাফুল আলম, ছাত্রদল নেতা জাহিদসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. মহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মো. নবাব আলী, মহম্মদপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা নবিদুল ইসলাম নাহিদ প্রমুখ।
বিবার্তা/মিলু/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]