ডিজের তালে অস্ত্র নিয়ে উল্লাস, ‘ডেঞ্জার গ্যাংয়ের’ ১৬ সদস্য গ্রেফতার
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ১৭:৪৯
ডিজের তালে অস্ত্র নিয়ে উল্লাস, ‘ডেঞ্জার গ্যাংয়ের’ ১৬ সদস্য গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঈদের ছুটিতে নৌকায় উচ্চ শব্দে গান বাজিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করছিল একদল কিশোর। তাদের খোঁজ জানতে পেরে কেরানীগঞ্জের তুলসীখালী ব্রিজ এলাকায় সেনাবাহিনীর টহল দল অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করে।


সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতরা কিশোর গ্যাংয়ের সদস্য। গ্রেফতারের সময়ই কিশোর গ্যাংয়ের সদস্যরা ধলেশ্বরী নদীতে নৌকার ওপর বেশ উচ্চ শব্দে গান বাজিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে নাচানাচি করছিল।


বৃহস্পতিবার (৩ এপ্রিল) সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার কিশোর গ্যাংয়ের খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা নৌকাটিকে নিয়ন্ত্রণে নিয়ে তল্লাশি করে। কিশোর গ্যাং ওরফে ডেঞ্জার গ্যাংয়ের ১৪ সদস্যসহ ৮টি রামদা ও ৭টি কুড়াল উদ্ধার করা হয়।


আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে আরও দুইজন গ্যাং লিডারকে আটক করা করে সবাইকে কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


সেনাবাহিনীর টহল দল পালিয়ে যাওয়া সদস্যদের ধরতে অভিযান চালাচ্ছে।


দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী কর্তৃক এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com