সিংড়ায়
ট্রান্সফরমার চুরির অপবাদের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ১৬:১৭
ট্রান্সফরমার চুরির অপবাদের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়ায় ট্রান্সফরমার চুরির অপবাদের প্রতিবাদে যুবদল নেতা সংবাদ সম্মেলন করেছে।


বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে স্থানীয় সিংড়া মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ।


সংবাদ সম্মেলনে চৌগ্রাম ইউনিয়ন যুবদলের সদস্য সোহাগ আলী বানেছ জানান, আমার চৌগ্রাম বাসস্ট্যান্ডে মেসার্স ধানসিঁড়ি মৎস্য আড়ত হতে মৎস্য আহরণের জন্য রাখালগাছা এলাকার রফিকের সাথে ৪ লক্ষ টাকার একটা চুক্তি হয়। চুক্তি মোতাবেক সে মাছ দেয়ার কথা। আমি জানতে পারি চৌগ্রাম-উত্তর দমদমা খালে রফিক মাছ শিকার করে অন্যত্র বিক্রি করছে। বিষয়টি জানতে পেরে আমার সহকর্মীসহ ২টি বাইক নিয়ে ৪ জন ঘটনাস্থলে যাই। এসময় আমরা বুঝে উঠার আগেই আমাদের উপর অতর্কিত হামলা করে আমাদের বেঁধে জনসম্মুখে নিয়ে গিয়ে ট্রান্সফরমার চোর বলে অপবাদ দিয়ে আবারো শারীরিক নির্যাতন এবং মারধর করা হয়।


সংবাদ সম্মেলনে আরো বলা হয়, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উদয় মিজান ও আদনানের নেতৃত্বে পুলিশের উপর হামলা এবং আমাদের ছিনিয়ে নিয়ে হত্যার চেষ্টা করে। আমরা নিরপরাধ, আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। আমাদের সামাজিক ভাবে হেয় করা হয়েছে। এসময় ভুক্তভোগী ছাত্রদল কর্মী আলআমিন, আবু রায়হান ও বুসসহ বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন।


বিবার্তা/রাজু/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com