লামা-ফাঁসিয়াখালী সড়কের পাশের গাছটি বাঁচিয়ে দিল ৩২ প্রাণ
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ১৬:১১
লামা-ফাঁসিয়াখালী সড়কের পাশের গাছটি বাঁচিয়ে দিল ৩২ প্রাণ
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবান জেলার লামা-ফাঁসিয়াখালী সড়কের পাশের একটি গাছ যাত্রীবাহী বাসকে আটকে ৩২ প্রাণ বাঁচিয়ে প্রমাণ করে দিল দুর্ঘটনা থেকেও রক্ষা করতে পারে।


গাছটি না থাকলে হয়ত যাত্রী বোঝাই বাসটি প্রায় ৩শ ফুট পাহাড়ি খাদে পড়ে যেত। দুর্ঘটনায় প্রাণে রক্ষা পেলেও গাড়ি চালক, হেলফারসহ কম বেশি সকলেই আহত হয়েছেন।


আহতরা হলেন- ডা. ফাহাদ বিন তৈয়ব (৩৪), মালিয়াত জাহান দুলিকা (১২), আব্দুল্লাহ মোঃ ওমর ফারুক (৫), আওসাফ আহনাফ সিদ্দিকি তাহজিব (১২), ফজল আহমেদ (৫৫), মোঃ হেলাল (৩১), তাহজীব (১২), দুলিফা (১৫), নেজাম (৪৫), তানভীর (১৫), ওয়াজিফা (১৭), নাহিদা (১৯), তারিন (১৪), শাহাদাত (৩২), মাশফিকা (২৫), শহীদ (২৫), মাশকুরা সিদ্দিকা (২০), গাড়ির হেলফার আমজাদ (৩০), নাজাত সিদ্দিকা (২৩), নিজাম উদ্দিন (৫২) গাড়ি চালক লিটন দাশ (২৬), জাহিদা বেগম (২৬), দিলরুবা সিদ্দিকা (৫০)। এরা সবাই চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার আধুনগর ও কলাউজান ইউনিয়নের বাসিন্দা।


সূত্র জানায়, ফজল আহমদ ও তার পরিবারসহ আত্মীয় স্বজনেরা ঈগল নামের একটি পরিবহন যোগে বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে লামা উপজেলার মিরিঞ্জা পাহাড়ের পর্যটনে ঘুরতে যান। গাড়িটি উপজেলার মিরিঞ্জা পর্যটন এলাকায় পৌঁছার পর তেল শেষ হয়ে যায়। পরে চালক তেল নিতে যাত্রীদের নিয়ে লামা উপজেলা শহরের দিকে রওয়ানা হয়। এক পর্যায়ে সড়কের পশ্চিম লাইনঝিরি মাদানিনগর মোড়ে পৌঁছলে গাড়িটির ব্রেক কাজ করছিলনা। চালকের দূরদর্শিতায় গাড়িটি সড়কের পাশের কড়ই গাছের সাথে ধাক্কা খায়। এতে গাড়িটি পাহাড়ি খাদে না পড়ে, গাছের সাথে আটকে গেলেও ৩২ যাত্রী কম বেশি আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীরা।


এ বিষয়ে লামা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. সোলায়মান বলেন, আহতদের সবাইকে প্রাথমিক চিকিৎসাা দেওয়া হয়েছে। তবে শিশু তাহজীব ও গাড়ির হেলফার আমজাদসহ তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


দুর্ঘটনায় আহত ডা. ফাহাদ বিন তৈয়ব জানান, ঈদ পরবর্তী পারিবারিক ভ্রমণে তারা লোহাগাড়ার আধুনগর থেকে ঈগল পরিবহনের একটি মিনিবাসে করে লামায় যাচ্ছিলেন। লাইনঝিরি এলাকার মাদানীনগর স্থানে পৌঁছলে বাসটির ব্রেক হচ্ছিলনা। নিরুপায় দেখে চালক বাসটি গাছের সাথে লাগিয়ে দেয়। এতে আমরা প্রাণে বেঁচে গেলেও আহত হই সবাই।


ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জাল হোসেন বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। দুর্ঘটনায় পতিত বাসটি থানা হেফাজতে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/আরমান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com