হিলিতে
অসহায় দুস্থদের জন্য পিপীলিকা'র ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫, ২২:২০
অসহায় দুস্থদের জন্য পিপীলিকা'র ফ্রি মেডিকেল ক্যাম্প
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলিতে পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিন এলাকার গরিব ও অসহায় দুস্থ মানুষকে দিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন পিপীলিকা। ফ্রি চিকিৎসাসেবা পেয়ে খুশি এলাকার শত শত নারী ও পুরুষ।


বুধবার (২ এপ্রিল) উপজেলার পাউশগাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন পিপীলিকার উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।


সরজমিনে গিয়ে দেখা যায়, সকাল ১০টা থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়। দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প চলবে। পিপীলিকার পক্ষ থেকে এ সময় বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা হিসেবে ডায়াবেটিস পরীক্ষা, কিডনি, নিউরোলজি স্নায়ু, রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এছাড়া মেডিসিন, অর্থপেডিক সার্জারি, শিশু, নাক-কান-গলা, মেডিসিন বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করা হয়। দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পে ৮ জন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন।


ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা কল্পনা বেগম (৪০) বলেন, আমরা গরীব মানুষ শহরে ভালো ডাক্তার দেখাতে গেলে অনেক টাকা লাগে। এখানে পিপীলিকার সৌজন্যে নিজ এলাকায় ফ্রি চিকিৎসা সেবা নিতে পেরে আমি খুবই খুশি। আমার কিডনির সমস্যা। এখানে এসে ডাঃ কবীর হোসেনের পরামর্শ ও চিকিৎসাসেবা গ্রহণ করলাম।


ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা মোঃ শামীম হোসেন (৫৫) বলেন, আমি একজন অটোরিকশা চালক। এলাকায় মাইকিং শুনে এখানে ফ্রি চিকিৎসা নিতে এসেছি। আমার ডায়াবেটিস এর সমস্যা। তাই প্রাথমিক চিকিৎসাসেবা সহ পরামর্শ নিলাম ফ্রি। এতে আমি খুব খুশি।


ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসাসেবা প্রদানকারী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (ইগট) এর নেফ্রালজি বিভাগের সহযোগী অধ্যাপক কিডনি বিশেষজ্ঞ ডাঃ মোঃ কবীর হোসাইন বলেন, ঈদের ছুটিতে নিজ এলাকায় পিপীলিকা নামক স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এলাকার গরীব দুস্থ ও অসহায় মানুষের চিকিৎসা সেবা দিতে পেরে খুব ভালো লাগছে। আমরা প্রায় প্রতি বছর ছুটিতে ৮-১০ জন বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এই স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে থাকি।


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও সাবেক জেলা আমীর মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, মানবতার সেবায় এগিয়ে যাক স্বেচ্ছাসেবী সংগঠন পিপীলিকা। এলাকার গরীব দুস্থ ও অসহায় মানুষের ফ্রি চিকিৎসাসেবার ব্যবস্থা করায় তারা সত্যিই প্রসংশার দাবি দার। আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।


হাকিমপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আজিজার রহমান বলেন, এলাকার কিছু শিক্ষিত তরুণ, যুবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনরা এই আয়োজন করেছে। এখানে এলাকার গরীব দুস্থ ও অসহায় মানুষ ফ্রি চিকিৎসাসেবা নিতে পারতিছে এটা সত্যিই ভালো কাজ। আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে এবং পিপীলিকার ভবিষ্যৎ উন্নতি কামনা করছি।


পিপীলিকা সংগঠনের উপদেষ্টা এ্যাডভোকেট আনারুল ইসলাম বলেন, এলাকার তরুণ ও যুবসমাজের উদ্যোগে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন খুব ভালো একটি উদ্যোগ।


স্বেচ্ছাসেবী সংগঠন পিপীলিকার সভাপতি মোঃ মনিরুল ইসলাম বলেন, পিপীলিকা মূলত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। পিপীলিকার পথচলা শুরু হয়েছে ২০২১ সাল থেকে। মানবতার সেবা করায় আমাদের মূল উদ্দেশ্য। আমরা প্রতি বছর এই সংগঠনের মাধ্যমে এলাকার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও এলাকার গরীব দুস্থ ও অসহায় মানুষের চিকিৎসা সেবার ব্যবস্থা করে থাকি। তারই অংশ হিসেবে আজকের এই আয়োজন। এলাকার অনেক গরীব দুস্থ ও অসহায় মানুষ আছে যারা অর্থের অভাবে শহরে গিয়ে চিকিৎসা সেবা নিতে পারে না। সে সমস্ত গরীব মানুষ আজ এখানে ফ্রি চিকিৎসাসেবা নিতে পারতিছে এটাই আমাদের সাফল্যতা। আগামী দিনের জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।


ক্যাম্পেইন চলাকালে মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও সাবেক দিনাজপুর জেলা আমীর মোঃ আনোয়ারুল ইসলাম,হাকিমপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আজিজার রহমান, ডাঙ্গাপাড়া মডেল স্কুলের পরিচালক এ্যাডভোকেট মোঃ আনারুল ইসলাম, পিপীলিকা সংগঠনের উপদেষ্টা জামায়াতের নেতা মোঃ খায়রুল ইসলাম, সংগঠনের সভাপতি মোঃ মনিরুল ইসলাম, সাঃ সম্পাদক মোঃ রায়হান কবির, হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী, সম্পাদক মোঃ ছামিউল ইসলাম আরিফ সহ সংগঠনের সকল সদস্য বৃদ।


বিবার্তা/রব্বানী/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com