ফ্যাসিবাদের বিচার বাংলাদেশে হবেই : অ্যাটর্নি জেনারেল
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫, ২২:১০
ফ্যাসিবাদের বিচার বাংলাদেশে হবেই : অ্যাটর্নি জেনারেল
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফ্যাসিবাদের বিচার বাংলাদেশে হবেই। দিল্লিতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। কোনো অপতৎপরতা দেশের অগ্রযাত্রাকে ঠেকাতে পারবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান।


বুধবার (২ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।


এ সময় অ্যাটর্নি জেনারেল আরো বলেন, জুলাই বিপ্লবে যেসব শহীদের রক্তের ওপর দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, তাদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান মোঃ আসাদুজ্জামান।


কলেজের প্রাক্তন শিক্ষার্থী মহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা পর্বে আরও উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মেহাম্মদ নসরুল্লাহ। দিনব্যাপী আয়োজনে অংশ নেন কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।


বিবার্তা/রায়হান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com