
টাঙ্গাইলের উপশহর কালিহাতী উপজেলার উত্তরবঙ্গের প্রবেশদ্বার এলেঙ্গাতে মেসার্স মোল্লা স্টিল এন্ড আয়রনের একটি টিনের পাইকারি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ১ এপ্রিল, মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে।
মোল্লা স্টিলের পার্টনার রায়হান তালুকদার জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আগের দিন আমাদের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স মোল্লা স্টিল এন্ড আয়রন যথারীতি বন্ধ হয়ে যায়। ঈদের ছুটি কাটিয়ে বুধবার সকাল ৮টার দিকে দোকান খুলে দেখি লকার খোলা, আলমারি খোলা। দোকানের পিছনের টিন কাটা। সম্ভবত পিছনের টিন কেটে চোরেরা চুরির ঘটনা ঘটিয়েছে। এঘটনায় লকারে থাকা নগদ ১৫ লাখ টাকা, ব্যাংকের চেক বই, জমির দলিল এগুলো সব চুরি করে নিয়ে টাকাগুলো বাদে বাকি কাগজপত্র ম্যানহোলের ঢাকনা খুলে সেখানে ফেলে রেখে গেছে।
তিনি আরও জানান, এবিষয়ে কালিহাতী থানা পুলিশকে অবগত করলে তাঁরা এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। এঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান ব্যাবসায়ীদের আরও সচেতন হতে হবে। পাশাপাশি প্রত্যেকটা মার্কেটে নাইটগার্ড রাখতে হবে।তাহলে আর চোরেরা এমন ঘটনা ঘটানোর আর সাহস পাবে না।
বিবার্তা/ইমরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]