
বগুড়ার নন্দীগ্রামে কষ্টি পাথরের সরস্বতী মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২ এপ্রিল) উপজেলা ভাটগ্রাম ইউনিয়নের পুনাইল গ্রাম থেকে তিন কেজি ওজনের এ মূর্তি উদ্ধার করা হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, পুনাইল গ্রামের নীলকান্তসহ হিন্দু সম্প্রদায়ের একটি পুকুর খনন করা হচ্ছে।
২ এপ্রিল, বুধবার সকালে পুকুর পারে ছেলেরা খেলা করার সময় ওই কষ্টি পাথরের মূর্তি পায়। পরে তারা মূর্তিটি আমার নিকট নিয়ে আসে। তখন আমি বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌছে মূর্তিটি থানায় নিয়ে যায়। স্থানীয়রা বলছে এটি স্বরসতীর মূর্তি।
এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে মূর্তি উদ্ধার করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।
বিবার্তা/মনিরুজ্জামান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]