
টাঙ্গাইল সদরে প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই প্রেমিকের নাম মো. রাসেল মিয়া (১৭)। সে ওই গ্রামে মো. চাঁন মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘারিন্দা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. লুৎফর রহমান।
স্থানীয়রা জানায় কয়েক বছর পুর্বে জহির উদ্দিন নামে এক ব্যক্তি দরুন গ্রামে বাড়ি করে বসবাস শুরু করেন। সম্প্রতি জিনিয়া নামের তার একটি মেয়েকে বিয়ে দেন। বিয়ের কিছুদিন পরে লুৎফর রহমানের সাথে তার পরকিয়া সম্পর্ক গড়ে উঠে। বুধবার দুপুরে ফোনে কথা কাটাকাটির এক পর্যায়ে পরকিয়া প্রেমিকা জিনিয়াকে ভিডিও কলে রেখে গলায় রশি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা ওই প্রেমিকাকে গাছের সাথে বেধে রাখে। এ ঘটনায় এলায় তোলপাড়ের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠান।
এবিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ তানভীর হাসান জানান পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠায়। পরে নিহতে বাবা চাঁন মিয়া থানায় এসে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।
বিবার্তা/ইমরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]