
ঝিনাইদহের কোটচাঁদপুরে বাওড় ফিরে পাওয়ার দাবিতে ইজারাদারের উপর হামলা, কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) রাতে আহত বাওড় ইজারাদার রঞ্জিত হালদার বাদী হয়ে কোটচাঁদপুর থানায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনের নামে মামলা দায়ের করেন।
এরই প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে আসামি আলম, ছমির হোসেন ও চান্দাকে আটক করে।
২ এপ্রিল, বুধবার সকালে আসামি আটকের প্রতিবাদে হালদার সম্প্রদায়ের শত শত নারী পুরুষ কোটচাঁদপুর মডেল থানায় অবস্থান করে বিক্ষোভ করতে থাকে। এসময় থানা এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়।
পরে উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক লিয়াকত আলীসহ বিএনপির নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়।
উল্লেখ্য মঙ্গলবার সকালে কোটচাঁদপুর উপজেলার জয়দিয়া বাওড় পুনরায় ইজারা না দিয়ে স্থানীয় মৎস্যজীবী হালদার সম্প্রদায়কে দেওয়ার দাবীতে বাওড় পাড়ে বিক্ষোভ করে। বিক্ষোভের এক পর্যায়ে স্থানীয় গ্রামের আমিনুল মাস্টার ও আলমের নেতৃত্বে বর্তমান ঠিকাদারি সংগঠন রামচন্দ্রপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি কার্যালয়ে হামলা চালায় হালদার সম্প্রদায় এবং বিক্ষোভকারীরা। সেসময় ৫ টি নৌকাসহ অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। লুটপাট করা হয় মাছের খাবার, ওষুধ ও নগদ টাকা।
বাধা দেওয়ায় সমিতির সভাপতি রঞ্জিত হালদার, ওই অফিসের নিরাপত্তা প্রহরীসহ ৩ জনকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বিবার্তা/রায়হান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]