চুরির অপবাদে শ্রমিকদল নেতাকে পিটিয়ে হত্যা, আটক ৪
প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ২৩:৫২
চুরির অপবাদে শ্রমিকদল নেতাকে পিটিয়ে হত্যা, আটক ৪
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরে মোবাইল চুরির অপবাদ দিয়ে মো. রাজু (৩৫) নামে এক শ্রমিকদল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়।


সোমবার (৩১ মার্চ) দুপুরে সদর হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।


সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, চুরির অপবাদ দিয়ে রাজুকে গণপিটুনি দেওয়া হয়। এতে তিনি মারা যান। এ ঘটনায় কবির হোসেন ও রেখা বেগম নামে দুইজনসহ ৪ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে কবির ও রেখার নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপর দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের নাম জানায়নি পুলিশ।


নিহত রাজু চররুহিতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের দপ্তর সম্পাদক ও সবুজের গোজা এলাকার সফিক উল্যা সবুজের ছেলে।


আটক কবির স্থানীয় বাসিন্দা মো. হারুনের ছেলে ও রেখা একই এলাকার নিজাম উদ্দিনের স্ত্রী।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার (৩০ মার্চ) রাত আড়াইটার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের সবুজের গোঁজা এলাকায় কাজল কোম্পানির ইটভাটার সামনে রাজু গণপিটুনির শিকার হয়। স্থানীয় কবিরের বাড়িতে ঢুকে মোবাইল চুরির অপবাদ দিয়ে তাকে মারধর হলে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।


নিহতের মা জীবনের নেহার, ভাই ওহিদ হোসেন, বোন জেসমিন বেগম ও মেয়ে রুবি আক্তার অভিযোগ করে জানায়, রাজুর মোবাইলে চার্জ ছিল না। এসময় তিনি ভাতিজা কবিরের ঘরে ঢুকে মোবাইল চার্জ দেন৷ এরপর পরই কবির লোকজন ডেকে এনে রাজুকে পিটিয়ে হত্যা করে। তার শরীরে টেঁটা ও ইট দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়৷ তার চোখ উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে। অমানবিক নির্যাতন করে তারা রাজুকে হত্যা করেছে।


চররুহিতা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে বলেন, রাজু চুরির সঙ্গে কোনোভাবেই জড়িত নন। পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তির দাবি জানাই।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com