
নড়াইলের লোহাগড়া উপজেলায় পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আকবর শেখ (৬৫) নামে সাবেক এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত সাত জন আহত হন।
সোমবার (৩১ মার্চ) বিকালে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকবর শেখ ওই গ্রামের মেকরেত শেখের ছেলে। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামের মনিরুল জমাদ্দার ও মিল্টন জমাদ্দার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে রবিবার দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি হয়। এরই জেরে সোমবার বিকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আকবর শেখকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। তাকে উদ্ধার করে মাগুরার মোহাম্মদপুর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় উভয় পক্ষের সাত জন আহত হন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ‘ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে।’
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]