
কুষ্টিয়ায় যথাযথ মর্যাদা আর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ, সোমবার সকাল সাড়ে ৭টায় কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।
এতে কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, সুধীজন ও কয়েক হাজার ধর্মপ্রাণ মুসুল্লী অংশ নেয়।ট
এ বছর কুষ্টিয়ার ৬টি উপজেলায় ১৫০টি ঈদগাহে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জামাতে ঈদের নামাজ অনুষ্টিত হয়েছে। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লীগণ।
বিবার্তা/শরীফুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]