কারাবন্দিদের
সকাল শুরু মুড়ি-পায়েস দিয়ে, দুপুরে মাংস, রাতে মাছ
প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ১৬:৪৭
সকাল শুরু মুড়ি-পায়েস দিয়ে, দুপুরে মাংস, রাতে মাছ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কেরাণীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে অনুষ্ঠিত হয়েছে তিনটি ঈদ জামাত। সকাল ৭টা ও ১০টায় কারাগারের স্টাফদের জন্য পৃথক দুটি জামাত অনুষ্ঠিত হয়।


অন্যদিকে সকাল ৮টায় কারাবন্দিদের জন্য মাঠে আয়োজন করা হয় ঈদের জামাত। ঈদে বন্দিদের জন্য বরাবরের মতো এবারও বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে।


সোমবার (৩১ মার্চ) ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এম মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।


কারাগার সূত্রে জানা যায়, কারাবন্দিদের ঈদের দিন সকাল শুরু হয়েছে মুড়ি ও পায়েস খেয়ে। সকালে তাদের জন্য পরিবেশন করা হয় মুড়ি, পায়েস ও সেমাই। দুপুরের খাবারে তাদের জন্য আয়োজন করা হয়েছে গরুর মাংস, মুরগির রোস্ট, ডিম, কোমল পানীয়, সালাদ ও পান-সুপারি। যারা গরুর মাংস খান না, তাদের জন্য খাসির মাংসের ব্যবস্থা রয়েছে। রাতের খাবারে বন্দিদের জন্য পরিবেশন করা হবে সাদা ভাত, রুই মাছ ও আলুর দম।


অন্যদিকে ঈদকে কেন্দ্র করে কারাগারে বন্দিদের জন্য আরও বিশেষ আয়োজন রয়েছে।


ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, ঈদের দিন বন্দিরা স্বাভাবিক নিয়মের চেয়ে পাঁচ মিনিট বেশি সময় ধরে মোবাইল ফোনে স্বজনদের কথা বলার সুযোগ পাচ্ছেন। এ ছাড়া ঈদের দ্বিতীয় দিনে বন্দিদের জন্য বিশেষ বিনোদনমূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। পাশাপাশি ওই দিন স্বজনরা বাসা থেকে রান্না করা খাবার নিয়ে আসতে পারবেন, তবে তা কারা কর্তৃপক্ষের নির্ধারিত নিয়ম মেনে প্রবেশ করাতে হবে।


কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন বন্দিদের জন্য সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে, যাতে তারা অন্তত একদিনের জন্য হলেও ঈদের আনন্দ উপভোগ করতে পারেন।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com